পাকিস্তানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে প্রস্তুত চীন: জিনপিং

পাকিস্তানকে বেইজিং সব সময় প্রতিবেশী হিসেবে কূটনৈতিক এজেন্ডায় শীর্ষে রাখে এবং ইসলামবাদের সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে এক বৈঠকে একথা বলেন তিনি। খবর- পার্সটুডের

শি জিনপিং বলেন, চায়না-পাকিস্তান ইকনোমিক করিডোর বা সিপিইসি এবং গোয়াদার সমুদ্রবন্দরের উন্নয়নের জন্য দুই প্রতিবেশীর একসঙ্গে কাজ করা উচিত। এ সময় তিনি পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য সব ধরনের সমর্থন অব্যাহত থাকবে বলে শাহবাজ শরীফকে আশ্বস্ত করেন।

সম্প্রতিক বছরগুলোতে চীনের ওপর পাকিস্তানের অর্থনৈতিক ও প্রতিরক্ষা নির্ভরতা অনেক বেড়েছে। চীনের কাছ থেকে পাকিস্তান প্রায় ৩ হাজার কোটি ডলার অর্থ ঋণ নিয়েছে যা মোট বৈদেশিক ঋণের শতকরা ২৩ ভাগ।

পাকিস্তানের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চীনের নাগরিকরা বিভিন্ন সময় যে হামলার শিকার হয়ে থাকেন এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন শি জিনপিং। তিনি বলেন, চীন আশা করেন তার নাগরিকদের পাকিস্তানে প্রয়োজনীয় এবং নির্ভরযোগ্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে ইসলামাবাদ সরকার।

বৈঠকে শি জিনপিংয়ের দায়িত্ব পালনের প্রশংসা করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পর্যায়ে চীন বহু-পাক্ষিকতাকে উচ্চে তুলে ধরেছে এবং বিশ্ব এখন চীন ছাড়া চলতে পারে না। চীনের উন্নয়নকে এখন আর কোনভাবেই আলাদা করে দেখাও সম্ভব নয়। এ সময় তিনি এক চীন নীতির প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথা ঘোষণা করেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.