ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করলেও লেনদেন চলছে: বিএফআইইউ

কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করলেও দেশে লেনদেন চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৩১ অক্টোবর) বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ সব তথ্য জানান সংস্থাটির প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস।

প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল কারেন্সি নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ডিজিটাল মুদ্রা অনুমোদনের কথা চলছে। তবে বাংলাদেশ ব্যাংক ক্রিপ্টো লেনদেন নিষিদ্ধ করেছে। এরপরেও এর লেনদেন হচ্ছে।

এতে আরও বলা হয়, এসব লেনদেনর তদন্ত করা হচ্ছে। পুলিশ ও সিআইডির কাছে এসব তথ্য দেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

বিস্তারিত আসছে…

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.