নেদারল্যান্ডস ইনিংসের শুরুর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তাসকিন আহমেদ। এরপর চতুর্থ ওভারে আরও ২টি রান আউট ডাচদের ঠেলে দেয় আরও ব্যাকফুটে। এরপর স্কট এডওয়ার্ডস ও কলিন অ্যাকারম্যান মিলে হাল ধরলেও এই জুটি ভেঙে দেন সাকিব।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের তোপে পড়ে ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট হারায় তারা। বিক্রমজিত সিং ক্যাচ তুলে দেন স্লিপে, যা লুফে নেন ইয়াসির আলী রাব্বি। পরের বলে বাস ডি লিডকে ফেরান তাসকিন। উইকেটরক্ষক সোহানকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
চতুর্থ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে ছক্কা খেলেও দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউডকে রান আউট করেন সাকিব। একই ওভারের চতুর্থ বলে কোন বল না খেলেই রান আউট হন টম কুপার। তবে পঞ্চম থেকে ১২তম ওভার পর্যন্ত উইকেটের জন্য অপেক্ষা করতে হয় বাংলাদেশকে।
অ্যাকারম্যান ও এডওয়ার্ডস মিলে দেখে শুনেই খেলছিলেন। দলকে ৫০’র ওপরও নিয়ে গিয়েছিলেন। তবে ১২তম ওভারে একবার সাকিবকে রিভার্স সুইপ করে ২ রান নিলেও, পরের বলে আবারও একই শট খেলতে গিয়ে হাসানের তালুবন্দি হন এডওয়ার্ডস। ২৪ বলে ১৬ রান করেন তিনি। পরের ওভারে প্রিঙ্গেলকে বোল্ড করেন হাসান। এর এক বল পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.