১৫ বছর পর পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ

আগামী নভেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ ম্যাচের সেই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

চলতি বছরের ১ নভেম্বরে পাকিস্তানে পা রাখ রাখবে বাংলাদেশের যুবারা। একমাত্র চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ৪-৭ নভেম্বরে চারদিনের ম্যাচটি। সাদা পোশাকের খেলা শেষে একদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা।

পাঁচ ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ১২, ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর। প্রতিটি ম্যাচ হবে ৪৫ ওভারে। সিরিজের সবগুলো ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ১৯ নভেম্বর পাকিস্তান ছাড়বেন বাংলাদেশের যুবারা।

২০০৭ সালের নভেম্বরের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। ১৫ বছর আগে যাওয়া সেই সফরে একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলেছিল তারা। সেবার সাদা পোশাকের ম্যাচ ড্র হলেও একদিনের ক্রিকেটে ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের যুবারা। এদিকে ২০২৪ বিশ্বকাপকে সামনে রেখে যুবা ক্রিকেটারদের প্রস্তুত করতে মাস দুয়েক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রধান কোচ স্টুয়ার্ট ল এবং ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফরের অধীনে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প।

অর্থসূচক/এএম/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.