সেনসেক্সে শীর্ষ ৬ কোম্পানির ৪৬ শতাংশ দর পতন

ভারতীয় পুঁজিবাজারের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের ভিতর ৬টি প্রতিষ্ঠান বাজারদর হারিয়েছে। সবচেয়ে বেশি মূলধন হারিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সপ্তাহের শেষে ৬ প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ৭৮ হাজার ১৬৩ কোটি রুপি মূলধন হারিয়েছে। খবর: বিজনেস স্ট্যান্ডার্ড

সপ্তাহের শেষে সূচক ৩০ শেয়ারের মুম্বাই স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্স ২৭১ দশমিক বা শুন্য দশমিক ৪৬ শতাংশ কমেছে।

আলোচিত সময়ে মূলধন হারানো কম্পোনিগুলো হলো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতীয় এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক, এইচইউএল, বাজাজ ফাইন্যান্স এবং এসবিআই।

অপর দিকে মূলধন বৃদ্ধি পেয়েছে, টিসিএস, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস এবং এইচডিএফসি ।

চারটি কোম্পানির মিলিতভাবে ৩০ হাজার ৪৬৭ দশমিক শুন্য ৩ কোটি রুপি মূলধন বেড়েছে।

বাজারে সবথেকে বেশি মূলধনধারী কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪২ হাজার ১১৩ দশমিক ৪৭ কোটি রুপি কমে ১৬ লাখ ৪ হাজার ৬৯ দশমিক ১৯ কোটি রুপিতে নেমে এসেছে।

ভারতীয় এয়ারটেল ১৫ হাজার ১৫৯ দশমিক ৮১ কোটি রুপি হারিয়ে ৪ লাখ ২৬ হাজার ২২৬ দশমিক ৯৯ কোটি রুপিতে অবস্থান করছে।

আইসিআইসিআই ব্যাংকের বাজার মূলধন (এমক্যাপ) ৮ হাজার ২৭২ দশমিক ৩৭ কোটি রুপি কমে ৬০ হ্জার ৬৩১ কোটি ৭৫ লাখ রুপিতে নেমেছে এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (এইচইউএল) ৫ হাজার ৪০৪ দশমিক শুন্য ৬ কোটি রুপি কমে ৬ লাখ ৫ হাজার ২১৯ দশমিক ৪৭ কোটি রুপিতে এসেছে ।

বাজাজ ফাইন্যান্সের মূলধন ৪ হাজার ২৬৮ দশমিক ২৮ রুপি কমে ৪ লাখ ৪০ হাজার ২৯৫ দশমিক ৩৮ কোটি রুপিতে নমেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) ২ হাজার ৯৪৫ দশমিক ১২ কোটি রুপি কমে ৪ লাখ ৭০ হাজার ৩৭১ দশমিক ৬৬ কোটি রুপিতে নেমেছে।

আলোচিত সপ্তাহে বাজার বেড়েছে, টিসিএস ১১ হাজার ৯৬৫ কোটি রুপি বেড়ে ১১ লাখ ৩৩ হাজার ৪৪৬ দশমিক শুন্য ৫ কোটি রুপিতে উঠেছে।

ইনফোসিসের বাজার মূলধন ৯ হাজার ৩৮৬ দশমিক ৪৬ কোটি বৃদ্ধি পেয়ে ৬ লাখ ২০ হাজার ২৫৪ দশমিক ৮২ কোটি রুপিতে অবস্থান করছে।

এইচডিএফসি ব্যাংক ৫ হাজার ৭৯২ দশমিক ৭৬ কোটি রুপি বেড়ে ৮ লাখ ২ হাজার ৬৮৬ দশমিক ৮ কোটি রুপিতে রয়েছে।

বাজার মূলধনের পরিমাণের উপরে ভিত্তি করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার শীর্ষস্থান ধরে রেখেছে। তালিকা পরবর্তী স্থানগুলো হল টিসিএস এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস,আইসিআইসিআই ব্যাংক, এইচইউএল, এসবিআই, বাজাজ ফাইনান্স, ভারতীয় এয়ারটেল, এইচডিএফসিআই।

অর্থসূচক/এএম/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.