ইবিএল ও মাস্টারকার্ড চালু করেছে কো-ব্র্যান্ড কার্ড

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী (বিএমসিসিআই) সদস্যদের জন্য কো-ব্র্যান্ড কার্ড চালু করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ও মাস্টারকার্ড।

ওয়ার্ল্ড ও টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড নিতে পারবেন সদস্যরা। সুরক্ষিত এই ইএমভি কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন সুবিধা যেমন: জিরো ইস্যু ফি, বছরে ১৮টি লেনদেনের ক্ষেত্রে জিরো নবায়ন ফি, লাউঞ্জ প্রবেশাধিকার ইত্যাদি।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. মোমেন, প্রবাসী কল্যান ও বৈদেশিক্ কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, বাংলাদেশী-মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মো. হাসিম; ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.