বিশ্বকাপে আমরা অনেক বেশি পিছিয়ে নেই: সাকিব

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে এমন পারফরম্যান্সে দলের মনোবল ভেঙে যাওয়ার কথা। যদিও এমনটা হচ্ছে না। সাকিব আল হাসানের দাবি, বিশ্বকাপের অন্যান্য দলগুলোর চাইতে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেও অব্যাহত থাকবে পরীক্ষা-নিরিক্ষা, এমনটাই ইঙ্গিত দিলেন সাকিব। আর সিরিজ শেষেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবে বাংলাদেশ। সরাসরি মূল পর্বের খেলায় মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব বাহিনী।

সাকিব বলেন, ‘আমরা অনেক বেশি পিছিয়ে নেই। কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। বিশ্বকাপে আমাদের দল কেমন হবে সেটা আমরা জানি। আমরা এই সিরিজে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। কালকের ম্যাচে আমরা জিততে চেষ্টা করব। এ কারণে কালকের ম্যাচটি গুরুত্বপূর্ণ।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দল হারলেও রান পেয়েছেন সাকিব। ৪৪ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। তবুও ২০৯ রান তাড়া করতে গিয়ে ম্যাচটি ৪৮ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। এবারের ত্রিদেশীয় সিরিজের প্রত্যেকটি ম্যাচেই বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। কেননা প্রতি ম্যাচেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি।

ম্যাচ শেষে তিনি আরও বলেন, ‘আপনি যখন রান করবেন তখন আমরা ভালো লাগবে। এই উইকেটে আমরা আগের চাইতে ভালো খেলেছি। এটা অন্যগুলো থেকে আলাদা। নিউজিল্যান্ড ভালো সংগ্রহ গড়েছে এবং ম্যাচটিতে আমরা সবসময়ই পিছিয়ে ছিলাম। প্রতি ওভারে ১৫-২০ রান করে নিতে পারলে ভালো হতো। উইকেট হারিয়ে আমরা বিপদে পড়ে গেছি। আপনি যদি আমাদের শেষ তিনটি ম্যাচ দেখেন, তাহলে দেখবেন আমরা টানা উইকেট হারিয়েছে। এ কারণে আমরা মোমেন্টামও পাইনি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.