ট্রেজারি বন্ডের লেনদেনঃ ইতিহাসের অংশ হল সিটি ব্যাংক পরিবার

ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডে ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ডিএসইর প্রথম লেনদেনটি সম্পন্ন হয়েছে। এই লেনদেনে সংশ্লিষ্ট ছিল সিটি ব্যাংক পরিবার। লেনদেনটি সম্পন্ন হয়েছে সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজের মাধ্যমে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডের ক্রেতা সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর এর বিক্রেতা হচ্ছে সিটি ব্যাংক লিমিটেড।

আলোচিত বন্ডটি হচ্ছে, ১৫ বছর মেয়াদি বন্ড, যার মেয়াদ ২০৩৬ সাল পর্যন্ত। বন্ডটির নাম টিবি১৫ওয়াই০৭৩৬। বন্ডটি ৭৯ টাকা ৯২ পয়সা দরে কেনাবেচা হয়েছে।

পুঁজিবাজারে পণ্য বৈচিত্র্য বাড়ানো ও বন্ড বাজারের উন্নয়নের লক্ষ্যে স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের লেনদেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুসারে, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে গতকাল থেকেই দুই স্টক এক্সচেঞ্জে এই বন্ড লেনদেন শুরুর কথা ছিল। তবে শেষ পর্যন্ত গতকাল কোনো ট্রেড হয়নি। আজ দেশের দুই স্টক এক্সচেঞ্জেই বন্ডের লেনদেন সম্পন্ন হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.