ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় বিস্ফোরণ

কয়েকটি বড় রকমের বিস্ফোরণে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহর কেঁপে উঠেছে। সোমবার সকালে এসব বিস্ফোরণ ঘটে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এ তথ্য জানিয়েছেন।

তিনি টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানিয়েছেন, “রাজধানীর কেন্দ্রস্থলে কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত পরে জানানো হবে।”

কমপক্ষে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের একটি স্বতন্ত্র টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শহরের রেল স্টেশনের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। শহরের কেন্দ্রস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।

ইউক্রেনের সংসদ সদস্য ওলেস্কি গংচারেংকো জানিয়েছেন, শহরের সিটি সেন্টারের কাছে একটি রকেট আঘাত হেনেছে। তিনি টুইটারে লিখেছেন, “রাস্তায় গাড়ি জ্বলছে এবং ঘরবাড়ির জানালা চুরমার হয়ে গেছে। লোকজন মারা গেছে।”

এদিকে লাভিভ, ঝিটোমির, খেমেলনিটস্কি, দিনিপ্রো ও তেরনোপিল শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর- পার্সটুডের

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণের পর ইউক্রেনের রাজধানীসহ বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের খবর এলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.