ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন

বিশ্ববাজারে তেলের দাম ওঠা-নামার মধ্যে রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক সুদ হার প্রতিনিয়ত বৃদ্ধি করছে। এসবের প্রভাবে শুক্রবার (৭ অক্টোবর) ডলারের বিপরীতে সর্বোচ্চ পতন হয়েছে ভারতীয় রুপিতে। এদিন ভারতের পুঁজিবাজারেও পতন হয়েছে। খালিজ টাইমস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (৭ অক্টোবর) এক ডলার দিয়ে ৮২ দশমিক ২২ রুপি পাওয়া যায়। তার আগের কার্যদিবসে প্রতি ডলারের বিপরীতে পাওয়া গেছে ৮১ দশমিক ৮৮ রুপি। শুক্রবার রুপির যে দরপতন হয়েছে তা ইতিহাসে সর্বোচ্চ। মুদ্রানীতিতে মার্কিন ফেডারেল রিজার্ভের অবস্থানও প্রভাব ফেলতে পারে।

আগের কার্যদিবসের তুলনায় শুক্রবার ভারতীয় রুপি আরও বেশি দুর্বল হয়। বিশ্ববাজারে মার্কিন ডলারের আধিপত্য, অর্থনীতিতে ঝুঁকি ও অপরিশোধিত তেলের দামের কারণে রুপিতে প্রভাব পড়েছে।

ভারতে ডলার বাজারের অস্থিরতার প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ডলারের প্রভাব দেশটির আমদানি-রপ্তানি খাতেও চোখ রাঙাছে। তাই ডলারের বিপরীতে রুপির মান নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবি) বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

এদিকে, চলতি বছর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যার প্রভাব পুরো বিশ্ব অর্থনীতির উপর পড়ে। অনেক দেশই এই চাপ সামাল দিতে ব্যার্থ হয়। ভারতেও তেলের দর বৃদ্ধির প্রভাব পড়ে।

গত সপ্তাহে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা রুপির অবমূল্যায়নের লাগাম টেনে ধরতে আরবিআই রেপো রেটও বাড়িয়েছে। রেপো রেট হল এমন একটি হার যেখানে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয়। অপরদিকে বিপরীত রেপো রেটে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো ভারতীয় রিজার্ভ ব্যাংকে অতিরিক্ত তহবিল জমা করে এবং বিনিময়ে সুদ লাভ করে।

ধারাবাহিক তেলের দাম বৃদ্ধি ভারতীয় ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। পাশাপাশি ডলারের অস্থিরতাতো আছেই। এরই মধ্যে শুক্রবার ডলারের বিপরীতে রুপির মানে সর্বোচ্চ পতন। ফলে দেশটির অর্থনীতিতে আতঙ্ক বিরাজ করছে।

রুপির মান নিয়ন্ত্রণে ভারতের কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি অব্যাহত রেখেছে। এতে রিজার্ভের পরিমাণ প্রতিনিয়ত কমেছে। কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটির।

এসবের প্রভাবে ভারতের পুঁজিবাজারেও অস্থিরতা বিরাজ করছে। শুক্রবার (৭ অক্টোবর) দেশটির পুঁজিবাজারে বিএসই সেনসেক্স সূচকটি ৩০ দশমিক ৮১ পয়েন্ট কমে দাড়িয়েছে  ৫৮ হাজার ১৫১ পয়েন্টে। এদিন লেনদেনের শুরুতে সূচকটি ৫৮ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছিলো।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.