ছুটির দিনে গ্রাহক কম এটিএম বুথে

দূর্গাপুজা উপলক্ষে বুধবার (৫ অক্টোবর) সরকারি ছুটি। এদিন রাজধানীতে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলোতে গ্রাহক উপস্থিতি অনেক কম। সরেজমিনে ঘুরে এসব চিত্র দেখা গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবার) বিকেলে ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে অনেক বুথ বন্ধ হয়ে গিয়েছিলো। ফলে মতিঝিলের অধিকাংশ এটিএম বুথ থেকে গ্রহকেরা টাকা উঠাতে পারে নি।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিল-কমলাপুর এলাকার এটিম বুথগুলোতে গ্রাহক উপস্থিতি অনেক কম দেখা গেছে। দায়িত্বরত ব্যাক্তিরা বলছেন, আজকে ছুটির দিন হওয়ায় ব্যাংকের বুথে গ্রাহক উপস্থিতি কম। সব ধরনের সরকারি ছুটিতেই গ্রাহক কম আসে।

তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। সব এটিএম বুথ সচল রাখার জন্য বিকল্প ব্যবস্থাও ছিলো না। ফলে অনেক বুথ বন্ধ ছিলো। গ্রাহকেরা এসব বুথ থেকে টাকা তুলতে পারে নি। তবে বিদ্যুৎ আসার পরই এসব এটিএম বুথ থেকে আবার টাকা তোলা সম্ভব হয়েছে।

ইয়াসির আহমেদ নামে একজন গ্রাহক বলেন, মঙ্গলবার রাতে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি নি। তাই আজকে আবার এসেছি। আজকে ঠিকভাবে লেনদেন সম্পন্ন করতে পেরেছি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.