যোগ দেয়া নিয়ে ইউক্রেনকে ৯ ন্যাটো সদস্যের সমর্থন

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ইউক্রেনের প্রতি ৩০ সদস্যের মধ্যে ৯ সদস্য রাষ্ট্র সমর্থন দিয়েছে। চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাটভিয়া, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, লিয়ায়ানয়িা, মন্টেনেগ্রো, রোমানিয়া এবং স্লোভাকিয়া ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য দেশটির পক্ষ থেকে আবেদনের পরিকল্পনা ঘোষণার দুদিন পর এসব সদস্য সমর্থন জানিয়ে বক্তব্য দিল। খবর- পার্সটুডের

দেশগুলো বলেছে, ২০০৮ সালে বুখারেস্টে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে সদস্যপদ দেয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছিল তার প্রতি আমরা দৃঢ় সমর্থন জানাই।

২০০৮ সালের বুখারেস্ট সম্মেলনে ইউক্রেন এবং জর্জিয়াকে সদস্য হিসেবে যুক্ত করার বিষয়ে তাদের আকাঙ্ক্ষাকে স্বাগত জানানো হয়েছিল তবে এই দুটি দেশের যোগ দেয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোন সময়সীমা ঘোষণা করেনি ন্যাটো জোট।

এদিকে, সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে জেলেনস্কির বক্তব্যের ওপর মন্তব্য করতে গিয়ে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, যেকোন সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নিতে হবে। ন্যাটো ওপেন ডোর পলিসি অনুসরণ করে। এ মুহূর্তে ন্যাটোর কাছে অগ্রাধিকার পাচ্ছে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিকভাবে সহায়তা করা। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে এ মুহূর্তে এর দুটি হচ্ছে বড় জবাব।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.