জাপান বাংলাদেশ হাসপাতালে প্রবীণদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রবীণদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। আগামীকাল শনিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ষাট বছরের বেশি বয়সী নারী ও পুরুষ মেডিক্যাল ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিতে পারবেন। চিকিৎসা সুবিধার মধ্যে থাকছে :
# ফ্রি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ,
# ফ্রি ডায়াবেটিস পরীক্ষা,
# ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ,
# ফ্রি ব্লাড প্রেসার নির্ণয়,
# ফ্রি হেলথ কার্ড প্রদান।
এছাড়াও থাকছে ক্যাম্পের প্রবীণ রোগীদের যেকোনো টেস্টের উপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট।
আলোচিত ক্যাম্পে নিচে উল্লেখ করা বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করবেন:
# প্রফেসর ডক্টর কাজিম উদ্দিন, মেডিসিন ও রক্ত রোগ বিশেষজ্ঞ।
# ডাক্তার ইশতিয়াক আহমেদ, নাক,কান ও গলা বিশেষজ্ঞ।
# ডা: সাগির আ: রহিম, ডায়াবেটিস বিশেষজ্ঞ।
# ডা: আব্দুল মুত্তালিব, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.