তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টে ফেরার কোন সুযোগ নেই: আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টে ফেরার আর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বাংলাদেশের জনগণ আইনের শাসনে বিশ্বাস করে। বাংলাদেশের জনগন দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে, শ্রদ্ধা করে। সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টকে অবৈধ বলে রায় দিয়েছে। সে কনসেপ্টে ফেরার আর কোনো সূযোগ নেই।

বৃহস্পতিবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আরও কিছুদিন বাংলাদেশে থেকে দেখেশুনে এ বিষয়ে বক্তব্য দেওয়া উচিত ছিল। তিনি আরও কিছুদিন থাকলে বুঝতে পারতেন আমাদের এখানে মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.