বেসরকারি খাতে ঋণের প্রবাহ বেড়েছে

দেশে বেসরকারি খাতে ঋণের প্রবহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আমদানি পরিশোধের বাধ্যবাধকতা নিষ্পত্তির জন্য এই অবস্থা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান,কম খরচে পুনঃঅর্থয়ান স্কিমগুলোর অধীনে ঋণের পরিমাণ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে,চলতি বছরের আগস্ট পর্যন্ত ১৪.০৭ শতাংশ ঋণ বেড়েছে। এক মাস আগে যা ছিলো ১৩.৯৭ শতাংশ, মে মাসে ছিলো ১২.৯৪ শতাংশ। ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের লক্ষমাত্র ছিলো ১৩.৬০ শতাংশ ঋণ বিতরণের কিন্তু ০.৪৭ শতাংশ বেশি ঋণ প্রদান করা হয়েছে ।

বিশেষজ্ঞরা অবশ্য আশঙ্কা করছেন, বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির বিদ্যমান প্রবণতা অব্যাহত থাকলে অর্থনীতিতে চলমান মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বাড়তে পারে।

অর্থসূচক/এএম/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.