উদ্যোক্তা তৈরিতে খুলনায় মার্কেন্টাইল ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি খুলনায় এক মাসব্যাপী নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি) প্রকল্পের ট্রেঞ্চ-৩ এর আওতায় ২৫ জন উদ্যোক্তা এই প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পাবেন।

বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাসিব এর ভাইস প্রেসিডেন্ট মো. ইফতেখার আলী বাবু । উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আরিফুজ্জামান, যুগ্ম পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল, মার্কেন্টাইল ব্যাংকের এসএমই প্রধান মোহাম্মদ ফারুক আহমেদ, খুলনা শাখা প্রধান মো. আব্দুল মতিন, এফভিপি মোহাম্মদ নজরুল ইসলাম ও এফএভিপি মো. রেজাউল ইসলাম।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.