নারী এশিয়া কাপের দল ঘোষণা

আসন্ন নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণীদেরও প্রধান্য দেয়া হয়েছে। ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জোত্যি।

চোট কাটিয়ে ১৫ সদস্যের এই দলে ফিরেছেন জাহানারা আলম। এর আগে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দলে রাখা হয়েছিল তাকে। তবে আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান এই পেসার। এবার পুরো ফিট হয়েই এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দল থেকে বাদ পড়েছেন শারমীন আক্তার সুপ্তা এবং মারুফা আক্তার। আর আসন্ন এই এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছেন ফারিয়া ইসলাম তৃষ্ণা।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিয়া ইসলাম তৃষ্ণা এবং সোহালি আক্তার।

অর্থসূচক/এএম/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.