এশিয়া কাপের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ

আগামী পহেলা অক্টোবর থেকে সিলেটে পর্দা উঠছে নারী এশিয়া কাপের। টি-টোয়েন্টি সংস্করণের এই এবারের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ নারী দল। যেখানে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড।

৩ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৬ অক্টোবর থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলবে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ অক্টোবর ঘরের মাঠে এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১১ অক্টোবর টাইগ্রেসদের প্রতিপক্ষে যুক্তরাষ্ট্র। ১৩ অক্টবর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৫ দিনের এই টুর্নামেন্ট। মেয়েদের এশিয়া কাপের পুরো আসরটিই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ওয়ান ও গ্রাউন্ড টুতে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.