শামসুন্নাহারের গোলে এগিয়ে বাংলাদেশ

শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলছে বাংলাদেশের মেয়েরা। গোল হতে হতেও হচ্ছিল না। তবে ম্যাচের ১৩ মিনিটেই দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেয় শামসুন্নাহার।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। বিকাল সোয়া ৫টায় খেলাটি শুরু হয়েছে।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে বাংলার মেয়েরা। চার ম্যাচ থেকে আদায় করে নিয়েছে ২০ গোল। বিপরীতে কোনো গোলই হজম করেনি সাবিনা, স্বপ্না, ঋতুপর্ণারা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে টুর্নামেন্টটি। চলতি আসর নিয়ে ষষ্ঠবারের মতো মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। আগের পাঁচবার শিরোপার মালা গলায় পরেছিল ভারতের নারীরা।

এবার ছিটকে পড়েছে ভারত। আগের পাঁচ আসরের মধ্যে চারবার রানার্স আপ হয়েছিল নেপাল। অন্য একবার রানার্স আপ হয়ে থেমেছিল বাংলাদেশ।

সেই হিসেবে নেপালকে শক্তিশালী মনে হলেও এবারের আসরে বাংলাদেশের মেয়েরা যে উড়ন্ত ফর্মে রয়েছে শিরোপা নির্ধারণী লড়াইয়ে পরিষ্কার ফেভারিট হয়েই মাঠে নামবে দলটি।

বাংলাদেশ একাদশ

রুপনা চাকমা (গোলকিপার), শিউলি আজিম, শামসুন্নাহার, এম আখি খাতুন, মাসুরা পারভিন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, সাবিনা খাতুন (অধিনায়ক), শ্রীমতি কৃষ্ণারানি সরকার, সিরাত জাহান স্বপ্ন/ঋতু চাকমা, সানজিদা আখতার।

নেপাল একাদশ

আঞ্জিলা টুম্বাপো সুব্বা (অধিনায়ক ও গোলকিপার), পুনম জারঘা মাগার, গীতা রানা, হিরা কুমারি ভুজেল, অমৃতা জায়শি, দিপা শাহী, আমিষা কার্কি/আনিতা কেসি, আনিতা বাসনেত, সারু লিম্বু, প্রীতি রাই, সাবিত্রা ভান্ডারি/রাশমি কুমারি ঘিসিং।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.