শঙ্কামুক্ত নন অভিনেতা রনি

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত, এখনো তা বলা যাবে না বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. সামন্ত লাল সেন।

আজ রোববার দুপুর ২টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডা. সামন্ত লাল বলেন, অ্যাডাল্ট যে কারও ১৫ শতাংশের বেশি বার্ন হলেই আমরা তা আশঙ্কাজনক হিসেবে বিবেচনা করি। সে ক্ষেত্রে রনি শঙ্কামুক্ত তা কোনোভাবেই বলা যাবে না।

তিনি আরও বলেন, রনির কিছু নতুন পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় কিছু এবনরমালিটি পাওয়া গেছে। এ জন্য নতুন কিছু চিকিৎসা যুক্ত করা হয়েছে।

রনিকে প্রতিদিন অবজারভেশনে রাখা হবে জানিয়ে ডা. সামন্ত লাল বলেন, যেহেতু শ্বাসনালি পুড়ে গেছে, তাই বিষয়টা খুবই স্পর্শকাতর। এ জন্য তাকে হাইপারবারিক অক্সিজেন থেরাপি দেওয়া হচ্ছে এবং রেগুলার অবজারভেশনে রাখা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশ লাইনসে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা আবু হেনাসহ পাঁচজন দগ্ধ ও আহত হন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.