গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির করা টিকিট বিক্রিতে গাফিলতির অভিযোগের শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) টিকিট প্ল্যাটফর্ম সহজ ডট কমকে করা ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা স্থগিতাদেশের মেয়াদ ২ মাস বাড়িয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার সহজ ডট কমের পক্ষে সময় আবেদন করলে বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মেয়াদ ২ মাস বাড়িয়ে দেন।
ডিএনসিআরপির আইনজীবী তাপস কান্তি বাউল এসব তথ্য জানান। তিন বলেন, ‘চলমান বাৎসরিক ছুটি শেষে আদালত পুনরায় খোলার পর এই বিষয়ে রুলের শুনানি হবে। আগামী ১৬ অক্টোবর আদালত আবারও চালু হবে।’
গত ৩১ জুলাই সহজ ডট কমের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সহজের ওপর আরোপিত ২ লাখ টাকা জরিমানা আদায় আরও ২ মাসের জন্য স্থগিত করে। সহজ ডট কমকে ২ লাখ টাকা জরিমানা করার বিষয়ে ডিএনসিআরপির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছে।
বাণিজ্য সচিব; ডিএনসিআরপি ও মহিউদ্দিন রনিকে রুলের বিবাদী করা হয়েছে। আজ শুনানির সময় রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী রাগীব কবির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.