মিতু হত্যা: বাবুলসহ ৭ জনের নামে পিবিআইয়ের চার্জশিট

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার বলেন, অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করা হয়েছে। আমরা তদন্তে যেসব তথ্য পেয়েছি এবং যাদের সম্পৃক্ততা পেয়েছি তাদের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দায়ের করেছি।

মিতু হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী সাবেক এসপি বাবুল আক্তারসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান পিবিআই প্রধান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.