‘৩ দিনের’ টেস্টে ২ দিনেই জয়ের পথে ইংল্যান্ড

সাউথ আফ্রিকার বিপক্ষে দ্যা ওভাল টেস্টে জয়ের দ্বারপ্রান্তে আছে ইংল্যান্ড। ম্যাচ জিততে শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন আর মাত্র ৩৩ রান। হাতে আছে সবকটি উইকেট। চতুর্থ দিনে ১৫৮ রানে অলআউট হয় দলটি। লিড নেয় মাত্র ৪০ রানের। অবশ্য পেসারদের দাপটে সাউথ আফ্রিকাকে তাদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট করে তারা। তারপর ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৯৭ রান তোলে স্বাগতিকরা।

প্রথম দিন টস হলেও খেলা হয়নি বৃষ্টির কারণে। দ্বিতীয় দিন খেলা হয়নি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে। তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১১৮ রানে গুঁড়িয়ে যায় সাউথ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে সাত উইকেট হারায় ইংল্যান্ডও।

চতুর্থ দিন সকালে ইংলিশ ব্যাটারদের অবশ্য মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দেননি কাগিসো রাবাদা। ফলে ৭ উইকেটে ১৫৪ রানে থাকা ইংল্যান্ডকে থামতে হয় দলের রানের খাতায় আর চার রান যোগ করেই।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে সাউথ আফ্রিকা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ডিন এলগার। এছাড়া সারেল এরউয়ে ২৬ এবং কিগান পিটারসেন ২৩ রান করেন।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকস। দুটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন এবং অলি রবিনসন।

১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ঝড়ো গতিতে হাফ সেঞ্চুরি তুলে নেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। ৪৪ বলে অপরাজিত ৫৭ রান করে দিন শেষ করেন তিনি। আরেক ওপেনার অ্যালেক্স লিস অপরাজিত আছেন ৬১ বলে ৩২ রান করে। সিরিজটি বর্তমানে ১-১ ব্যবধানে সমতায় আছে।

আর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.