ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৮৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ কোটি ৯৬ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, এএমসিএল (প্রাণ), বিএটিবিসি, বীচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বসুন্ধরা পেপার মিল, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ হাউজিং, ফরচুন সুজ, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, আইপিডিসি ফিন্যান্স, আইটিসি, জেএমআই হসপিটাল,কেডিএস এক্সেসরিজ, কোহিনুর কেমিক্যাল, মতিন স্পিনিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেট্রো স্পিনিং, এম.এল ডাইং, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল পলিমার, প্যাসিফিক ডেনিমস, ফার্মা এইডস, প্রাইম ইন্স্যুরেন্স, আরডি ফুড, আরএসআরএম স্টিল, স্যালভো কেমিক্যাল,সামিট অ্যালায়েন্স পোর্ট, সাউথবাংলা ব্যাংক, সী পার্ল বীচ, সিমটেক্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.