আরএসআরএমের শেয়ারের অস্বাভাবিক দৌড়

পুঁজিবাজার থেকে প্রিমিয়ামের মাধ্যমে বড় অর্থ সংগ্রহ করা রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) শেয়ারের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গেলো দশ কার্যদিবসের লেনদেনে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৪ শতাংশেরও বেশি।

দেখা গেছে, আরএসআরএম স্টিলের শেয়ারটি গত ১ মাসের অধিকাংশ সময় প্রায় একই দরে ছিল। তবে ২৩ আগস্ট থেকে অস্বাভাবিক উত্থানে ২২ আগস্টের ১৭ টাকার শেয়ারটি আজ (১ সেপ্টেম্বর) ২৪ টাকা ৫০ পয়সায় উঠে যায়।

তবে লেনদেন ও শেয়ারদরের এই অস্বাভাবিক প্রবণতার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য আছে কিনা তা জানতে চেয়ে কোম্পানিটিকে দেয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন কোন তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জের এমন খবর প্রকাশের পর কোম্পানিটির শেয়ারের দামের কিছুটা পতন হয়। যার ফলে শেয়ারটি ৩০ আগস্ট লেনদেন শেষে ২২ টাকা ৮০ পয়াসায় টাকায় এবং গতকাল ৩১ আগস্ট ২২ টাকা ৪০ পয়াসায় নেমে আসে।

তবে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে কারখানা বন্ধ হয়ে যাওয়া আরএসআরএমের শেয়ারের দর গত কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৩৮ শতাংশ এবং গত ২২ আগস্টের তুলনায় ৪৪ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪ টাকা ৫০ পয়সায় লেনদেন শেষ হয়েছে। কোম্পানিটির সার্বিক অবস্থা বিবেচনায় বিশেষজ্ঞদের মতে যা শেয়ারদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতি।

এদিকে গত ৮ জুন ঋণ খেলাপির দায়ে  আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমান গ্রেফতার, বিদ্যুত বিল বকেয়া থাকায় কারখানা বন্ধসহ নানা জটিলতায় রয়েছে কোম্পানিটি।

এছাড়াও, আরএসআরএমের কাছ থেকে ২০১ কোটি টাকা খেলাপি আদায়ে প্রতিষ্ঠানটির স্থাবর সম্পত্তি নিলামে তুলতে গণমাধ্যমে বিজ্ঞাপন দেয় সোনালী ব্যাংক। গত ৫ জানুয়ারি বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রতনপুর স্টিল রি-রোলিং মিলসের কাছে সোনালী ব্যাংকের ২০১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৮৬৫ টাকা পাওনা খেলাপি হয়েছে। এই পাওনার বিপরীতে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় গ্রুপটির কারখানাসহ ১০০ শতক জমি বন্ধক রয়েছে।

গত ১০ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গঠিত তদন্ত কমিটি কোম্পানিটির ম্যানেজমেন্টের খামখেয়ালিতে কারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সরেজমিনে দেখতে পেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ নিয়ে একটি তথ্য প্রকাশ করে।

এদিকে, আগস্ট মাসের ২২ তারিখের পর থেকেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে আজকের পূর্বে চলতি বছরের ২০ জানুয়ারীর পর আরএসআরএমের শেয়ারের মূল্যসূচক গেলো ৭ মাসে একবারও ২৪ টাকার ঘর ছুতে পারেনি।

অন্যদিকে, ডিএসই থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ের মধ্যে আজ কোম্পানিটির শেয়ারের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। ডিএসইতে আজ কোম্পানিটির মোট ২৯ লাখ ৭৩ হাজার ৯২৯ টি শেয়ার লেনদেন হয়েছে। আর গেলো রবিবার (২৮ আগস্ট) কোম্পানিটির মোট ২৬ লাখ ৮৩ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়েছিলো। যা শেয়ারটির গত এগারো মাসের লেনদেনের রেকর্ড ভেঙ্গে দিয়েছে।

অর্থসূচক/এমআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.