ভারতের যশোদা হাসপাতালের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের চুক্তি সাক্ষর

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং যশোদা হাসপাতাল, হায়দ্রাবাদ, ভারত- এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এর উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং যশোদা হাসপাতাল, হায়দ্রাবাদ- এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেশব গুপ্তা।

এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, কার্ড ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) জী এম নূরুজ্জামান, যশোদা হাসপাতালের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) মোঃ শাহিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে এসআইবিএল-এর কর্মকর্তা-কর্মচারী এবং ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহক ও পরিবারের সদস্যবৃন্দ যশোদা হাসপাতালের বিভিন্ন সেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.