সিএসএমই-দের মেয়াদী ঋণ সুবিধা দিবে ইবিএল

বাংলাদেশ ব্যাংকের সংঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) কেন্দ্রীয় ব্যাংকের পূনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারী (সিএসএমই) প্রতিষ্ঠানগুলো ৭ শতাংশ সুদে মেয়াদী ঋণ সুবিধা প্রদান করবে।

সম্প্রতি ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ ব্যাংকের এসএমএই এবং বিশেষ কর্মসূচী বিভাগের (এসএমইএসপিডি) পরিচালক মো. জাকের হোসেন এতদ্বসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

এসময়, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্ণর আবু ফারাহ মো. নাসের, নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক, পরিচালক মনোজ কুমার হাওলাদার; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.