নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইনস্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

এছাড়া এনআরবি শেয়ারহোল্ডার এবং মার্জিন হিসাবধারীদের লভ্যাংশ ওয়ারেন্টের মাধ্যমে বিতরণ করা হয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই তাদের লভ্যাংশ কুরিয়ারে পাঠানো হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.