ব্যাংকে লেনদেন চলছে নতুন সময়সূচিতে

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ (২৪ আগস্ট) থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে ‌বিকাল ৫টা পর্যন্ত। আর লেন‌দেন হ‌বে ৯টা থেকে ৩টা পর্যন্ত।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভাবে লেনদেন হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিকাল ৫টার মধ্যে সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে। এতদিন ব্যাংকে লেনদেন হতো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, আর ব্যাংকের অফিস চ‌লতো সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.