ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

আদালত পরিচালনার জন্য নতুন সূচি নির্ধারণ করতে ফুলকোর্ট সভা ডেকেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান খোলা এবং বন্ধের বিষয়ে সময়সূচি নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে দেশের সব আদালত পরিচালনার জন্য নতুন সময়সূচির বিষয়ে আলোচনার জন্য আজ বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় সভাপতিত্ব করবেন প্রদান বিচারপতি। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সভায় অংশগ্রহণ করবেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.