শেপার্ড টেক্সটাইলের সাথে শেপার্ড ইন্ডাস্ট্রিজ একীভূত হচ্ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেপার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেডের সাথে একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শেপার্ড টেক্সটাইল শেপার্ড ইন্ডাস্ট্রিজের সিস্টার কোম্পানি। কোম্পানি দুইটি একীভুতকরণের পর শেপার্ড টেক্সটাইল টিকে থাকার শক্তি পাবে।

কোম্পানি দুইটির একীভুতকরণের জন্য ব্যাংক, অন্যান্য ক্রেডিটরস, শেয়ারহোর্ডার এবং অন্য স্টেকহোল্ডারদের অনুমতির প্রয়োজন হবে।

এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকে কোম্পানি দুইটির একীভূতকরণের জন্য অনুমতি লাগবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.