আফগানিস্তানের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারা স্কোয়াডে ফিরিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারিকে। সেই সঙ্গে চায়নাম্যান স্পিনার নূর হোসেনকে দলে ভিড়িয়েছে তারা।

শেনওয়ারি সর্বশেষ আফগানিস্তানের হয়ে খেলেছেন ২০২০ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। মূল স্কোয়াডে জায়গা হয়নি লেগ স্পিনার কাইস আহমেদের। তার সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে নিজাত মাসুদ ও শরাফউদ্দিন আশরাফকে। নিয়মিত ক্রিকেটারদের মধ্যে রশিদ খান, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান ও মুজিব উর রহমানকে নিয়ে দল সাজিয়েছে আফগানরা।

আফগানিস্তান বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছে। প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচে জিতে আবারও সিরিজে ফিরে এসেছে আফগানরা। আগামী ১৭ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। এদিকে আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের এশিয়া কাপের মিশন শুরু করবে আফগানরা।

আফগানিস্তান স্কোয়াড- মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ মালিক, ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।

স্ট্যান্ডবাই- নিজাত মাসুদ, কায়েস আহমেদ ও শরাফউদ্দিন আশরাফ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.