তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক পেল নতুন এমডি

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় সোনালী ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেলেন হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের এমডি আফজাল করিম। রূপালী ব্যাংকে নিয়োগ পেলেন একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। আর অগ্রণীতে নিয়োগ পেলেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর।

রোববার (১৪ আগস্ট) তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

ব্যাংক তিনটির কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগে সরকারের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হল।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.