কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা মন্নারা পূর্বপাড়া জামে মসজিদ কমিটির পক্ষ হতে টানা ৪০ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ০৫ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।
শিশু কিশোরদের মসজিদমুখী করতে এমন অভিনব কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা মন্নারা পূর্বপাড়া জামে মসজিদ কমিটি। মসজিদ কমিটির পক্ষ হতে নিয়মিত নামাজ আদায়কারী ২৪ কিশোরের মধ্যে ০৫ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক লুৎফর রহমান মজুমদার, মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন চৌধুরী, সহ সভাপতি মোঃ আতিকুর রহমান মজুমদার (রিয়াদ), সাধারণ সম্পাদক নুরনবী মজুমদার (আরিফ), কোষাধ্যক্ষ আরিফ মজুমদার (বাদশা) ও মসজিদের ইমাম জহিরুল ইসলাম সহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এমআর
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.