জ্বালানি তেলের দামবৃদ্ধির উত্তাপ এবার ছড়িয়েছে কাঁচাবাজারে।
সোমবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গতকদিনের তুলনায় বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবী তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে।
বাজার ঘুরে দেখা গেছে, সবে মাত্র বাজারে আসা শীতকালীন সবজি শিম ২০০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটো ১২০ টাকা ও প্রতিকেজি গাজরের দাম ১৪০ টাকা।
সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। পাঁচ টাকা বেড়ে আজকের বাজারে এক কেজি পেঁপের দাম ৩০ টাকা। শশা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। ৩৫ টাকা কেজির পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
এদিকে ৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া চিচিঙ্গা, ধুন্দল, কাঁকরোল ও কচুর মুখি আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে রববটি। ৬০-৭০ টাকার উস্তা-করলা, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
অন্যদিকে কিছুটা কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। ২৮০ টাকা থেকে ৪০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।
এছাড়াও লাউ ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং মিষ্টি কুমড়ার ফালি ৩০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা ও লেবু ১৫-২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
শাকের দামও ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ১০ টাকা আটির লাল ও পালং শাক বিক্রি হচ্ছে ১৫ টাকায়। আর ৩০ টাকার লাউ শাক বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
হাতিরপুল কাঁচাবাজারের ব্যবসায়ী ফাহিম আহমেদ বলেন, গাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় আজ সবকিছুই বেশি দামে কিনতে হয়েছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামেই। তবে দাম বেড়ে যাওয়ায় বিক্রিও কম।
কারওয়ান বাজারের ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, গতকালকে যে দামে মাল বিক্রি করেছি, আজ সেই দামে কিনতেও পারিনাই। তেলের দাম বাড়ার কারণে আমাদেরকে প্রায় দ্বিগুন পরিবহন ভাড়া দিতে হচ্ছে।
পুরাণ ঢাকার নবাবগঞ্জ বাজারের সবজি বিক্রেতা মোসদ্দেক হোসেন বলেন, পাইকারি পণ্যের দাম গতকালের খুচরা বাজারের মতো হয়ে গেছে। সবকিছুরই দাম ১০ টাকা ২০ টাকা করে বেড়ে গেছে।
জানা গেছে প্রতি ১০০ লিটার ডিজেলে আগের তুলনায় খরচ বেড়েছে প্রায় ৫ হাজার টাকা। আর এই খরচের উত্তাপই যেন ছড়িয়েছে বাজারে বাজারে।
এদিকে কাঁচাবাজারে হঠাৎ পণ্যের এমন দর বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা।
এ বিষয়ে মিজানুর রহমান নামের একজন ক্রেতা বলেন, ভোগান্তি! কোন শেষ নেই ভোগান্তির। আজকে তেলের দাম বাড়লে কালকে বাড়বে খাবারের দাম, পরশু বাসা ভাড়া। মধ্যবিত্ত দের জন্য এখন সংসার চালানো বেশ কঠিন হয়েগেছে।
আরেকজন ক্রেতা ফারহান খান বলেন, ভাবছি এক বেলা খাওয়া কমিয়া তিন বেলার যায়গায় ২ বেলা করে খাবো। বাজারে যেন আগুন লেগে গেছে, কোন কিছুর দাম জিজ্ঞেস করতেই ভয় লাগছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.