হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭৭

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবাই ঢাকার। এ নিয়ে চলতি বছর দেশে মোট ৩ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

রোগীদের মধ্যে ৩৮০ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ২ হাজার ৭০৩ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.