চীনামুখিতা কমাতে ভারতে দিকে ঘুরে দাঁড়াল অ্যাপল

চীনের পাশাপাশি ভারতেও যুগপৎভাবে আইফোন ১৪ সিরিজের মডেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সম্প্রতি ভূরাজনৈতিক অস্থিরতায় চীনের উপর নির্ভরশীলতা কমাতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়।

শনিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টুইট বার্তায় কুপারটিনো-ভিত্তিক টেক কোম্পানির অ্যানালিস্ট মিং-চি কুও বলেন, ভূরাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে চীনের উপর নির্ভরমুখিতা কমানোর লক্ষ্যে ভারতেও যুগপৎভাবে আইফোনের এই সিরিজটি উৎপাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিরিজের মধ্যে থাকবে আইফোন ১৪, আইফোন ম্যাক্স ও আইফোন ১৪ প্রো।

ভারতে আইফোনের উৎপাদক প্রতিষ্ঠান ফক্সকন জানিয়েছে, এটা ভারতের জন্য এক নতুন মাইফলক। চীনে যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয় তার এক তৃতীয়াংশ উতপাদিত হয় ভারতে, তা-ও কয়েক বছর ধরে। তবে অ্যাপলেরও পরবর্তী টার্গেট ছিল ভারতীয় বাজার।

অ্যাপল জানায়, আইফোন ১৪ সিরিজের সেটটি ক্রেতাগণ আইফোন ১৩ এর দামে কিনতে পারবেন। আইফোন ১৪ মডেলের ৬.১ ইঞ্চি ডিসপ্লে সেট কিনতে লাগবে ৭৯৯ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৬৪ হাজার রুপি।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.