ছিটকে গেলেন লিটন, গুরুতর নয় মুশফিক-শরিফুলের ইনজুরি

৯ বছর পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হারার দিনে আরও দুঃসংবাদ পেয়েছে তামিম ইকবালের দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় চোটে পড়েন লিটন। ৭৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দ্রুত গতিতে রান তোলায় মনোযোগ দেন ডানহাতি এই ব্যাটার। তবে অনসাইডে বল ঠেলে দিয়ে এক রান নিতে গিয়ে চোটে পড়েন লিটন। সেই সময় ফিজিও এসে মাঠে খানিকটা চিকিৎসা দেয়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে যেতে হয় লিটনকে।

এরপর ম্যাচ চলাকালীনই তার স্ক্যান করানো হয় এবং হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে। যার কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও মুজাদ্দিদ আলফা সানি বলেন, ‘আজকে আমাদের দলের ওপেনার লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে আঘাতপ্রাপ্ত হন। ম্যাচ মধ্যবর্তী সময়ে আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যান রিপোর্টে আসে তার গ্রেট টু মাসল স্ট্রেইন। এই ধরনের ইনজুরির জন্য ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। এই সিরিজে লিটনকে আমরা পাচ্ছি না।’

লিটন ছাড়াও এদিন ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলাম। ব্যাটিং করার সময় ডানহাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছেন মুশফিক। এ প্রসঙ্গে ফিজিও সানি বলেন, ‘ব্যাটিংয়ের সময় মুশফিক ভাইও বৃদ্ধাঙ্গুলে আঘাতপ্রাপ্ত হন। কিন্তু এটা বড় ধরনের কোনো কিছু মনে হচ্ছে না। আশা করি ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা তাকে পাচ্ছি। শরিফুলের ক্ষেত্রে তাৎক্ষণিক ইনজুরি থাকার কারণে কিছুটা অবশবোধ করছিল। আশা করি কালকের মধ্যে ইনশাআল্লাহ ভালো কোনো খবর দিতে পারবো।’

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.