এখন থেকে শেয়ারের ক্রয়মূল্যে এক্সপোজার লিমিট

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ মেনে শেয়ারের ক্রয়মূল্যকে বাজার মূল্য ধরে ব্যাংকের বিনিয়োগসীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারা ২৬ ক এর উপধারা ১ এর উদ্দেশ্য পূরণকল্পে ব্যাংক কোম্পানি কর্তৃক অন্য কোন কোম্পানির শেয়ার ধারণের হিসাবে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধ্বসীমা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকে বাজার মূল্য হিসেবে বিবেচনা করতে হবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারা ৪৫ ৪৫ এ প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হলো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.