কম দামের শেয়ারে আগ্রহ বেশি বিনিয়োগকারীদের

পুঁজিবাজারে দীর্ঘ মন্দার পর চলতি সপ্তাহে ফ্লোর প্রাইস (দর কমার সর্বোচ্চ সীমা) নির্ধারণে বাজার ঘুরে দাঁড়িয়েছে। আর এই সময়ে বিনিয়োগকারীদের কম দামী শেয়ারে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে এমন কিছু কোম্পানির শেয়ার।

এদিন দর বাড়ার শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ৭০  পয়সা বা ৯.৫৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি   ৫৭৮ বারে ২১ লাখ ৮৯ হাজার ৬৭৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা  বা ৭ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফিন্যান্স, ইনডেক্স অ্যাগ্রো, আইএফআইসি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স ও এবি ব্যাংক লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.