বিগ ব্যাশের ড্রাফটে ৩ বাংলাদেশি

বিগ ব্যাশের এবারের আসরের জন্য ১৮০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। তবে বিগ ব্যাশের আয়োজকরা বুধবার ৯৮ জন বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন। এর মধ্যে বাংলাদেশের তিনজন ক্রিকেটার রয়েছে।

দুই পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে নাম দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা রিপন মণ্ডল। আগামী ২৮ আগস্ট বিগ ব্যাশের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিনই চূড়ান্ত হয়ে যাবে কোনো ক্রিকেটার দল পেয়েছেন জনপ্রিয় এই লিগে।

ড্রাফটে নাম লেখানো বিদেশিদের তালিকা-

আফগানিস্তান- নূর আহমেদ, কাইস আহমেদ*, ইজাজ আহমদজাই, শরাফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকী, শফিকুল্লাহ গাফারি, রহমানউল্লাহ গুরবাজ, হামিদ হাসান, ওয়াকারুল্লাহ ইসহাক, রশিদ খান *, জহির খান*, মোহাম্মদ নবি*, ইজহারুলহক নাভিদ, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াকার সালামখেইল, হাসমতউল্লাহ শহীদি, মোহাম্মদ শাহজাদ, নাভিন উল হক, মুজিব উর রহমান* ও হজরতউল্লাহ জাজাই।

বাংলাদেশ- আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড- টড অ্যাস্টল ও কলিন মুনরো*।

সাউথ আফ্রিকা- ক্রিস বেঞ্জামিন, শেন ডেডসওয়েল, মার্চেন্ট ডি লং, ফাফ ডু প্লেসি, পিটার মালান, মিগায়েল প্রিটোরিয়াস, রাইলি রুশো, ইমরান তাহির ও ড্যান ভিলাস।

শ্রীলঙ্কা- দীনেশ চান্দিমাল, প্রবাথ জয়াসুরিয়া, ভানুকা রাজাপাকশে, লক্ষ্মণ সান্দাকান ও মাহিশ থিকশানা।

ওয়েস্ট ইন্ডিজ- ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, শেলডন কটরেল, ফিদেল অ্যাডওয়ার্ডস, চন্দরপল হেমরাজ, চিমার হোল্ডার, আকিল হোসাইন, এভিন লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কাইরন পোলার্ড, খারি পিরে, রবি রামপাল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, কেভিন সিনক্লাইয়ার, টাইওন ওয়েবস্টার, কেসরিক উইলিয়ামস ও নাইম ইয়ং।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.