সিরিজ নিজেদের করে নিতে শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। তাই অলিখিত ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। ফলে আগে বোলিং করবে বাংলাদেশ।
এদিন একাদশে তিনটি পরিবর্তন এনেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ইনজুরির কারণে খেলছেন না নুরুল হাসান সোহান। এ ছাড়া একাদশে জায়গা পাননি ওপেনার মুনিম শাহরিয়ার এবং পেসার শরিফুল ইসলাম। তাদের তিনজনের জায়গায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাসুম আহমেদ।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো যুব বিশ্বকাপ জয়ী ওপেনার ইমনের। তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়েও। ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা এবং তানাকা শিভাঙ্গার জায়গায় খেলছেন জন মাসারা, ভিক্টর নাইচি এবং ব্র্যাড ইভান্স।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.