পেলোসির সফর ঘিরে তাইওয়ানের যুদ্ধবিমান মোতায়েন

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফরকে সামনে রেখে তাইওয়ানের সামরিক বাহিনী বেশ কিছু যুদ্ধবিমানকে স্থান পরিবর্তন করে নতুন নতুন জায়গায় মোতায়েন করেছে। তাইওয়ানের গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, আটটি বাড়তি যুদ্ধবিমান চিহ্যাং বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। সেখানে আগে থেকেই দুটি মিরেজ-২০০০ মডেলের বিমান মোতায়েন ছিল। তাইওয়ান থেকে প্রচারিত চায়না টাইমস এ খবর দিয়েছে।

ওই ঘাঁটিটি তাইওয়ান দ্বীপের দক্ষিণ-পূর্বে অবস্থিত। ওই এলাকা দিয়ে পেলোসির বিমান তাইওয়ানে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিমান ঘাঁটিটিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

এদিকে, তাইওয়ানের নৌ বাহিনী সাবমেরিন বিধ্বংসী দুটি বাড়তি হেলিকপ্টার মোতায়েন করেছে। এসব হেলিকপ্টার তাইওয়ানের পানিসীমার কাছাকাছি এলাকায় টহল দেবে। খবর- পার্সটুডের

ন্যান্সি পেলোসি বর্তমানে এশিয়ার সফরে রয়েছেন। জল্পনা রয়েছে যে, তিনি সিঙ্গাপুর জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের কোন এক ফাঁকে তাইওয়ান যাবেন। এর আগেও ১৯৯৭ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিংরিচ তাইওয়ান সফর করেন। ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.