সাফল্যের রহস্য জানালেন মোসাদ্দেক

অলরাউন্ডার হিসেবে খেলা মোসাদ্দেক হোসেন সৈকতকে প্রায়শই দেখা যায় খন্ডকালীন বোলার হিসেবে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে হয়ে গেলেন দলের সেরা বোলার। ডানহাতি এই অফ স্পিনারের বাজিমাৎ করা ৫ উইকেটে বাংলাদেশ ম্যাচ জিতেছে অনায়াসে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ওপেনিংয়ে বল করতে এসে শুরুতেই চমক দেখান মোসাদ্দেক। ইনিংসের প্রথম বলেই অভিজ্ঞ রেজিস চাকাভাকে ফেরান তিনি। একই ওভারের শেষ বলে আউট করেন প্রথম টি-টোয়েন্টির হাফ সেঞ্চুরিয়ান ওয়েসলি মাধেভেরেকে। নিজের দ্বিতীয় ওভারে রিভার্স সুইপ খেলতে যাওয়া ক্রেইগ আরভিনকে আউট করে জিম্বাবুয়ের টপ অর্ডার তছনছ করে দেন মোসাদ্দেক। তৃতীয় ওভারে শন উইলিয়ামসকে ফেরানোর পর নিজের শেষ ওভারে আউট করেছেন মিল্টন শুম্বাকে। তাতে সব মিলিয়ে ২০ রানে ৫ উইকেট নেন মোসাদ্দেক। প্রথম ম্যাচে পেস দিয়ে শুরু করলেও এদিন স্পিন দিয়ে বোলিং শুরু করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে মোসাদ্দেক বলেন, ‘অন্যরকম অনুভূতি হচ্ছে (নিজের পারফরম্যান্সে)। স্পিন দিয়ে বোলিং শুরু করার পরিকল্পনাটা অধিনায়কের আগে থেকেই ছিল (প্রথম ওভারেই আক্রমণে মোসাদ্দেক)। পাওয়ার প্লেতে স্পিনারদের সে ভালো ব্যবহার করেছে (পাওয়ার প্লের ৬ ওভারের ৪ ওভারই করেছে স্পিনার)।’

এ ছাড়া শুরু থেকেই ডট বল দেয়ার পরিকল্পনা ছিল বলে জানান মোসাদ্দেক। এই অফ স্পিনার বলেন, ‘আগের দিন দেখেছি এখানে ২০০ রান হয়েছে, ওই জায়গা থেকে আমরা পরিকল্পনা করেছি ১৬০-৭০ এর মধ্যে যদি রাখতে পারি দলের জন্য ভালো। ওই পরিকল্পনাটাই ছিল। অন্য কিছু চেষ্টা করি না। ৫ উইকেটের জন্য বোলিং করিনি আসলে, পরিকল্পনা ছিল ডট বল করার। আমি বলবো যে ভালো জায়গায় বল করেছি সেটার ফল হয়তো আমি পেয়েছি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.