শাবিপ্রবি শিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার ৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদের হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী জানান, আটককৃত সন্দেহভাজন ৩ জনের মধ্যে কামরুল ইসলাম নামে ১ জন হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করলে তার দেওয়া তথ্যে গত রাতে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের পেছনে টিলাগাও এলাকায় কামরুলের বাসায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়। অভিযান এখনো চলছে উল্লেখ করে অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার সন্ধ্যার পর ক্যাম্পাসের অভ্যন্তরের টিলায় ঘুরতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শিক্ষার্থী বুলবুল। তিনি নরসিংদী জেলার সদর উপজেলার নন্দীরপাড়ার চিনিশপুরম গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে।

এ ঘটনার সেই দিন রাতেই সিলেট মহানগরের জালালাবাদ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.