সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

ফেনী শহরের নাজির রোড এলাকায় এক সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রহুল আমিন ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। পেশায় তিন ভাই ছিলেন শ্রমিক।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস জমে ছিল। সেটি পরিষ্কার করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের নিচতলাসহ দ্বিতীয়তলার ছাদ কেঁপে ওঠে। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং অন্যজনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসিফ ইকবাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আরও কোনো ব্যক্তি হতাহত হয়েছে কি না বলা যাচ্ছে না। তবে এখনো উদ্ধার তৎপরতা চলছে।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.