শ্রীলঙ্কা থেকে খুব বেশি দূরে নেই পাকিস্তান: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়া থেকে খুব বেশি দূরে নেই। তার দেশ শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

শনিবার (২৩ জুলাই) নিজের করা টুইট থেকে এ তথ্য দেন। খবরে দ্য নিউজ ইন্টারন্যাশনাল ও এনডিটিভি

টুইটে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেন, পাকিস্তানের ‘হাকিকি আজাদী’ (সত্যিকারের স্বাধীনতা) নিয়ে আহ্বানের জবাবে মানুষের প্রতিক্রিয়া এবং তাদের মনোভাব বোঝার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, পাকিস্তানের জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে এবং এই মাফিয়াদের লুটপাট আর লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না।

তিনি আরো বলেন, ‘আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পরিণত হওয়া থেকে বেশি দূরে নেই। আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে। আমার প্রশ্ন হলো, মাত্র তিন মাসের মধ্যে জারদারি-শরিফের মাফিয়ারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে। তাদের একমাত্র উদ্দেশ্য, ৩০ বছর ধরে তারা দেশকে লুট করে যে সম্পদ জমিয়েছে তা রক্ষা করা। আমার প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কত দিন ধরে এমন কাজ মেনে নেবে? ’

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.