ইসলামী ব্যাংকের অটোমেটেড এফসি ক্লিয়ারিং কর্মশালা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘আরটিজিএস এর মাধ্যমে অটোমেটেড ফরেন কারেন্সি (এফসি) ক্লিয়ারিং’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) ইসলামী ব্যাংক টাওয়ারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

এই সময় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম শাফিয়ার রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদিন এবং মো. শাহিনুজ্জামান। ব্যাংকের ৭০টি অথরাইজড ডিলার (এডি) শাখার সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারাও এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.