ইনানী সৈকতে পর্যটক নিখোঁজ

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে আবদুল্লাহ (১৬) এক পর্যটক নিখোঁজ রয়েছে। বুধবার (২০ জুলাই) সকালের দিকে ইনানীর হোটেল রয়েল টিউলিপের সামনের সৈকতে সে নিখোঁজ হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, তাৎক্ষণিকভাবে নিখোঁজ পর্যটকের বাবার নাম ডা. শহীদ বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘কিছুক্ষণ আগে খবর আসে ইনানী সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক ভেসে গেছে। আমরা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। এখন পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ নিখোঁজ পর্যটকের বিস্তারিত তথ্য দেয়নি। উদ্ধার তৎপরতার জন্য লাইফগার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.