স্বর্ণের দাম কমেছে

দেশের বাজারে  স্বর্ণের দাম কমেছে। এর ১১ দিনের আগে এক দফা দাম কমেছিল এর। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর বলে জানিয়েছে বাজুস। এই দফায় সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম কমছে ভরিতে এক হাজার ১৬৬ টাকা।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা, যা এতদিন ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে, যা আগে ছিল ৭৪ হাজার ৮৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৩ হাজার ২১৮ টাকা, যা আগে ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। এই মানের স্বর্ণের দাম কমেছে ভরিতে ৯৩৪ টাকা।

এদিকে সনাতনি প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৫২ হাজার ৭২১ টাকা, যা আগে ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম আগের মতোই রয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে গত ৬ জুলাই দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওই সময় ভরিতে দাম কমে ১ হাজার ১৬৬ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.